মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে অ্যাড. মো. কামাল উদ্দিন আহমদ চৌধুরী (২০৩ ভোট) ও সাধারণ সম্পাদক পদে অ্যাড. মো. জয়নুল হক (১৮০ ভোট) বিজয়ী হয়েছেন।
সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কামরেল আহমদ চৌধুরী ১৫৯ ভোট ও সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাহবুবুল আলম-১ (৯৮) ভোট পেয়েছেন।
২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১১টায় এই ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ভূপতি রঞ্জন চৌধুরী। নির্বাচনে ১৫ পদের বিপরীতে প্রতিদ্বন্ধিতা করছেন ২৫ জন।
নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. ভুপতি রঞ্জন চৌধুরীর নেতৃত্বে কমিশনার হলেন অ্যাড. অঞ্জন কুমার সুত্রধর , অ্যাড. আব্দুল মুমিত চৌধুরী ও অ্যাড. অম্লান দেব রাজু।
সহ-সভাপতি পদে অ্যাড. মো. আব্দুল মতিন-১ (২১৪) ভোট পেয়ে ১ম বিজয়ী হয়েছেন ও এডভোকেট দিপ্তেন্দু কুমার দাশ গুপ্ত ১৭৯ ভোট পেয়ে ২য় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
যুগ্ম সম্পাদক পদে অ্যাড. দানিয়েল আহমদ ২৩৭ ভোট পেয়ে ১ম বিজয়ী হয়েছেন ও ২য় বিজয়ী হয়েছেন ১৫৯ ভোট পেয়ে অ্যাড. মো. নজরুল ইসলাম -১।
পাঠাগার সম্পাদক পদে নিবার্চিত এ্যাড মো. জাহিদুল ১৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মনজুরুল মাহবুব আলম পেয়েছেন ১৬৯ ভোট।
এছাড়াও জুনিয়র সদস্য ৫টি পদের মধ্যে ৩ জন বিজয়ী হয়েছেন। নির্বাচিতরা হলেন, ১ম অ্যাড. মো. ছানোয়ার হোসেন ২১৪ ভোট, ২য় হয়েছেন অ্যাড. ফজলে এলাহী ২০০ ভোট, ২০০ ভোট পেয়ে ৩য় হয়েছেন অ্যাড. মো. বুলবুল আহমেদ। ভোট পূর্ণ গননার পর ৪র্থ ও ৫ম সদস্যের নাম ঘোষিত হবে বলে জানা যায়।
আগেই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন মহিলা সম্পাদক পদে অ্যাড. সুপ্তা দাশ গুপ্ত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাড. মো. ইমরান মিয়া লস্কর, সিনিয়র সদস্য পদে অ্যাড. মো. শেখ হাবিবুর রহমান ও অ্যাড. মামুনুর রশীদ।
এর আগে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সমিতির ১ নম্বর বার ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনভর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেন আইনজীবীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available