• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৬:০৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৬:০৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রামুতে জমি নিয়ে সংঘর্ষ: নিহত ১, আটক ২

১৭ ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:৫৫:১৬

রামুতে জমি নিয়ে সংঘর্ষ: নিহত ১, আটক ২

মোঃ নুরুল হক সিকদার, রামু (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের রামুতে জমি সংক্রান্ত বিরোধের জেরে সমীর ধর নামে একজন নিহত ও ২ জন গুরুত্বর আহত হয়েছে। এ ঘটনায় জড়িত ২ জনকে আটক করেছে পুলিশ।

১৭ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় রাজারকুল ইউনিয়নের পশ্চিম ধরপাড়া স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির পরিবার, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত সমীর ধরদের সাথে স্থানীয় মৃত শ্রীরামের পুত্র বাবুল ধরদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশও হয়েছে। আজ সকালে সমীর ধর ওই জমিতে সীমানা বেড়া দিতে গেলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের ধারালো চুরিকাঘাতে ঘটনাস্থলেই সমীর ধরের মৃত্যু হয়। পরে স্থানীয় জনতা অভিযুক্ত বাবুল ধর ও তার পুত্র রিটন ধরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

নিহত সমীর ধরের কন্যা মুন্নী ধর জানান, সম্প্রতি জমিটি দখলে নেওয়ার পাঁয়তারা করছিল তারা। বিষয়টি নিয়ে কদিন ধরেই উত্তেজনা চলছিল। এরই জেরে বাবুল ধর ও তার পুত্র রিটন ধরের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল তার বাবা ও চাচাতো ভাইদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় চুরিকাঘাতে ঘটনাস্থলেই তার বাবা সমীর ধরের মৃত্যু হয়।

রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জায়গা বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ওসি আনোয়ারুল হোসাইন জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় জড়িত বাবুল ধর ও তার পুত্র রিটন ধরকে আটক করা হয়েছে। লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫