সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় ভাগ্নের বিয়ের অনুষ্ঠানে এসে মারামারি থামাতে গিয়ে প্রতিপক্ষের হাতের ধাক্কায় খালা রওশন আরা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সাঘাটার ঘুড়িদহ ইউনিয়নের যাদুর তাইড় চৌধুরীপাড়া গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে রাশেদ মিয়ার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন মথরপাড়া গ্রামের মৃত কুদ্দুছ মিয়ার স্ত্রী রওশন আরা। এই বিয়ের অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমের এমপ্লিফায়ার হারিয়ে যায়।
একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে সমাপ্ত ইসলামকে চোর হিসেবে সন্দেহ করেন রাশেদ মিয়া। এতে উভয় পরিবারের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়।
ঘটনার দিন ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে সমাপ্ত ইসলামের আত্মীয় হান্নান মুন্সি ও শরিফুল ইসলামসহ ১০-১২ জনের একটি দল লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে রাশেদ মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় রওশন আরা বাধা দিতে এলে হান্নান মুন্সি তাকে সজোরে ধাক্কা দেয়। ফলে দরজার সঙ্গে লাগোয়া খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান তিনি। রওশনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রওশনের মৃত্যু হয়।
এ ঘটনায় ২৩ ফেব্রুয়ারি শুক্রবার সকালে সাঘাটা থার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক ও সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাজাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রওশন আরার পরিবারের সদস্যরা জানান, তাকে ধাক্কা দিয়ে হত্যা করেছেন হান্নান। আমরা এই হত্যার বিচার চাই। সাঘাটা থানায় অভিযোগ করেছি।
এদিকে হান্নান মুন্সি ও শরিফুল ইসলামের পরিবারের সদস্যরা জানান, অসুস্থ থাকার কারণে রওশন আরার মৃত্যু হয়েছে। যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, ‘এ (রওশনের মৃত্যুর) বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available