মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোর-৫ আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেছেন, নেতা হতে নয়, সেবক হতে আসেছি। আপনাদের সেবা দেওয়া আমার প্রধান কাজ। রাজনীতিতে আসার আগে থেকে আমি সেবক ছিলাম। আর এমপি হওয়ার পর আমার দায়িত্ব আরও বৃদ্ধি পেয়েছে।
২৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে মণিরামপুর আদর্শ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক কুমার বিশ্বজিত মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় তিনি আরও বলেন, আজকের নতুন প্রজন্মের শিক্ষার্থীরাই আগামি দিনের ভবিষ্যৎ। তোমরাই আগামী দিনের দেশের চালিকা শক্তি। তোমরাই আগামীতে বাংলাদেশকে বিশ্বের দরবারে একধাপ এগিয়ে নিয়ে যাবে। তাই স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সু-শিক্ষার কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাখাতে বেশি নজর রাখছেন। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এমপি এস এম ইয়াকুব আলী আরও বলেন, আমি এমপি হয়েছি আপনাদের ভোটে। এ জন্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সহযোগিতায় মণিরামপুরকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো। আমার কারও প্রতি কোন রাগ, অভিমান বা হিংসা নেই।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জি এম মজিদ, আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেন, গৌর কুমার ঘোষ, হাশেম আলী, অনন্ত কুমার দেবনাথ, বাবুল আক্তার বাবলু, সন্দীপ ঘোষ প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available