হিলি (দিনাজপুর) প্রতিনিধি: ‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে উপজেলা পরিষদ চেয়াম্যান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
২৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৪ টায় হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে এই খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
এসময় হাকিমপুর ইউএনও অমিত রায়, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, ওসি (তদন্ত) শেখ জাহাঙ্গির আলম, উপজেলা আ.লীগের সহ-সভাপতি শাহেদ মল্লিক বাবু, সোহরাব হোসেন মল্লিব প্রতাব, আশরাফ আলী প্রধান, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক কাহের আলী মন্ডল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, ২ নং বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান সদরুল ইসলাম, আলীহাট ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান, খট্টামাধবপাড়া ইউপি চেয়ারম্যান কাওছার রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে ৮ জেলার ৮টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী ম্যাচে দিনাজপুর রানা ফুটবল একাডেমি ও পলাশবাড়ী এফসি ফুটবল গাইবান্ধা অংশগ্রহণ করে। খেলায় দিনাজপুর রানা ফুটবল একাডেমিকে ২-১ গোলে পরাজিত করে জয়লাভ করেন পলাশবাড়ি এফসি ফুটবল গাইবান্ধা।
জনপ্রিয় এ খেলাটি উপভোগ করতে সব বয়সী নারী-পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়া মতো। দর্শক গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ।
আয়োজকরা বলেন, মাদক অধ্যূষিত সীমান্তবর্তী তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতেই এই খেলার আয়োজন করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available