নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দক্ষিণখানের আসিয়ান সিটি এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিন বন্ধু নিহত হয়েছেন। ২৩ ফেব্রুয়ারি শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- ওমর ফারুক (১৮), রবিউল ইসলাম ও জুনায়েদ।
জানা যায়, ঘটনাস্থলে এসে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে রবিউল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। বাকি দুইজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।
ওমর ফারুকের বাবা রাজন মিয়া বলেন, আমার ছেলে রূপগঞ্জের মাদরাসাতুস সুন্নাহে কিতাবখানার শিক্ষার্থী। বিকেলে মোটরসাইকেলে দুই বন্ধুকে নিয়ে ঘুরতে যায়। পরে খবর পাই ছেলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধুসহ গুরুতর আহত হয়েছে।
তিনি বলেন, প্রথমে তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে আমার ছেলেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজন মিয়া আরও বলেন, আমি বিভিন্ন মার্কেটের শার্টার মেরামতের কাজ করি। আমাদের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা গন্দকপুর গ্রামে। আমার এক ছেলে এক মেয়ের মধ্যে ওমর ফারুক ছিল বড়।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, রাত পৌনে ৮টার দিকে আশকোনা এলাকায় একটি মোটরসাইকেলে থাকা তিনজন সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। এতে ঘটনাস্থলেই রবিউলের মৃত্যু হয়। এছাড়া কুর্মিটোলা হাসপাতালে জুনায়েদ ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ফারুকের মৃত্যু হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available