মানিকগঞ্জ প্রতিনিধি: কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে এক লাখ টাকা পুরস্কার পেয়েছেন মোহাম্মদ জুনাইদ সিদ্দিকী নামের এক মাদ্রাসা শিক্ষার্থী। ওই শিক্ষার্থী মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আল মাদ্রাসাতুল মুনাওরাহ‘র হেফজ বিভাগের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
২৩ ফেব্রুয়ারি শুক্রবার রাতে সিংগাইর উপজেলার বাইমাইল এলাকায় অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে জুনাইদ এক লাখ টাকা পুরস্কার গ্রহণ করেন।
মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলুর পিতা দেওয়ান কায়েছ উদ্দিন ও মাতা জরিনা বেগমের স্মরণে মাসব্যাপী এই কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় জেলার ১০০টি মাদ্রাসা থেকে ১০০ জন প্রতিযোগী অংশ নেয়। এর মধ্যে ৩০ জন প্রতিযোগী অংশ নেয় মূল পর্বে। ৩০ জনের মধ্যে থেকে প্রথম হয়েছে জুনাইদ। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারী সায়েন্তা ইউনিয়নের পূর্বা বান্ধাইল মদিনাতুল উলুম মাদরাসার শিক্ষার্থী মো. ওসমান গণি ইবনে মো. ওমর ফারুক পেয়েছে ৫০ হাজার ও তৃতীয় স্থান অধিকারী শিবালয়ের ইকরা তাহফিজুল কুরআন মাদরাসার মো. তাকবির রহমান ইবনে মো. খলিলুর রহমান পেয়েছে ২৫ হাজার টাকা পুরস্কার। বাকি ২৭ জন পেয়েছে এক হাজার টাকা করে শুভেচ্ছা পুরস্কার।
শুক্রবার রাতে বায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠুর সভাপতিত্বে প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন। প্রতিযোগিতায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মাজেদ, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সায়েদুল ইসলাম, প্রতিযোগিতার বিচারক কেরানীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মোহাম্মদ মাসুদুর রহমানসহ বিভিন্ন ওলামায়ে একরামগণ উপস্থিত ছিলেন।
জাহিদ আহমেদ টুলুর প্রয়াত বাবা মায়ের নামে গত চার বছর ধরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। আগামীতেও এই প্রতিযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available