শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরায় ঢাকা-শরীয়তপুর সড়কে ডাকাতির সময় ডাকাত দলের দুই সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ২৪ ফেব্রুয়ারি শনিবার ভোরে পদ্মাসেতু দক্ষিণ থানাধীন গনির মোড় এলাকায় এ ডাকাতি সংগঠিত হয়।
আটক ডাকাতরা হলেন- বরিশালের গৌরনদী থানার বদরপুর গ্রামের মো. জাহাঙ্গীর মৃধার ছেলে রিপন মৃধা (৩৫) ও অপরজন হলেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের থিরো পাড়া গ্রামের মৃত আমির হোসেন বেপারীর ছেলে জীবন বেপারী (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশকিছু দিন ধরে মধ্যরাতে ঢাকা-শরীয়তপুর মহাসড়কে গাাড়ি থামিয়ে ডাকাতি করছিলেন সংঘবদ্ধ একটি চক্র। এতে ক্ষুব্ধ স্থানীয়রা ডাকাত দলের সদস্যদের আটক করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছিলেন।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টার সময় উপজেলার পদ্মাসেতু দক্ষিণ থানাধীন আব্দুল মজিদ বেপারী কান্দি গ্রামের প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কালভার্টের উপরে দাঁড়িয়ে ডাকাত দলের ৩-৪ জন সদস্য দেশীয় অস্ত্র নিয়ে একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারকে গতিরোধ করে। এ সময় গতিরোধ করা গাড়ির যাত্রী ও স্থানীয়রা মিলে ডাকাত দলটির ২ সদস্য রিপন ও জীবনকে আটক করে গণধোলাই দেয়।
পরবর্তীতে তাদেরকে পদ্মা দক্ষিণ থানা পুলিশের কাছে সোপর্দ করলে গুরুতর আহতাবস্থায় দুই ডাকাতকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
পদ্মাসেতু দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এনামুল হক শিমুল বলেন, ডাকাত দলের দুই সদস্যকে স্থানীয়রা আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available