রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ প্রসীত গ্রুপের অন্যতম প্রধান চাঁদা কালেক্টর সোগা ওরফে নিপুণ চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে।
২৪ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার সময় বাঘাইছড়ি উপজেলাধীন ৩৫নং বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর বনবিহার এলাকায় এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। এই ঘটনায় ইউপিডিএফের অপর সহকারী কালেক্টর সোহেল চাকমাও গুলিবিদ্ধ হয়েছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।
রাঙামাটির বাঘাইছড়ি সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার আব্দুল আউয়াল জানিয়েছেন, ‘আমরা ঘটনাটি শুনেছি এবং পুলিশের একটি দল ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কে বা কারা এই সশস্ত্র হামলার ঘটনা ঘটিয়েছে এই মুহূর্তে সেটি আমরা নিশ্চিত হতে পারিনি।’
স্থানীয় সূত্র জানিয়েছে, বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর বনবিহার নামক এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন নিপুণ চাকমা ও তার সহকর্মী সোহেল চাকমা। বিষয়টি আগে থেকেই জেনে যায় ইউপিডিএফের প্রতিপক্ষ আঞ্চলিক সংগঠন জেএসএস। সেখানে রাতের অন্ধকারে সশস্ত্র হামলা চালিয়ে নিপুণ চাকমাকে ব্রাশ ফায়ারে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে জেএসএস সদস্যরা।
এই ঘটনায় সোহেল চাকমা পায়ে গুলিবিদ্ধ হলেও পালিয়ে প্রাণে রক্ষা পায়। তাকে স্থানীয়রা উদ্ধার করে ভূয়াছড়ির অজ্ঞাত স্থানের দিকে নিয়ে গেছে বলে জানা গেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available