তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউপির মালার মোড়ে বিসমিল্লাহ কোল্ড স্টোরেজের উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে ২৪ ফেব্রুয়ারি শনিবার বিকেলে কোল্ড ষ্টোর চত্বরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারগাঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ।
বিসমিল্লাহ কোল্ড স্টোরেজের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মুস্তাফিজুর রহমান, ছাঐড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনতান আহমেদ প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন বারোঘরিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জাহাঙ্গীর আলম।
বিসমিল্লাহ কোল্ড স্টোরেজের মালিক বলেন, এই হিমাগারটি নির্মাণ হওয়ার কারণে এলাকায় আলু চাষ বৃদ্ধি পাবে এবং এই হিমাগারে প্রতিদিন ২শ’ থেকে ২ শ’ ৫০ জন মানুষের কর্মসংস্থানের পাশাপাশি কৃষকদের উন্নয়ন ঘটবে।
বজলুর রশিদ আরও বলেন, নির্মাণের শুরু থেকে এখন পর্যন্ত এলাকার মানুষের ব্যাপক সহযোগিতার কারণে এ মৌসুমে উদ্ধোধন করা সম্ভব হলো। এই হিমাগারের ধারণ ক্ষমতা প্রায় ৪ লাখ বস্তা। আলু চাষি ও ব্যবসায়ীরা এখান থেকে সর্বাধিক সুযোগ সুবিধা পাবেন। এ সময় এলাকার বিপুল সংখ্যক আলু চাষি ও ব্যবসায়ীসহ সুধীজন উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available