• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৩:৫৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৩:৫৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মায়ের পিঠে চড়ে এসএসসি পরীক্ষা দিচ্ছেন সুমাইয়া

২৫ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:১৩:৩৬

মায়ের পিঠে চড়ে এসএসসি পরীক্ষা দিচ্ছেন সুমাইয়া

জাকারিয়া হোসেন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: শারীরিক প্রতিবন্ধকতা দমিয়ে রাখতে পারেনি সুরাইয়াকে। তাই তো স্বাভাবিকভাবে চলতে না পারলেও ভবিষ্যতের আশায় মায়ের পিঠে করে যাচ্ছেন এসএসসি পরীক্ষা কেন্দ্রে।

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের চান্দিনাপাড়া গোবীন্দপুর এলাকার আব্দুর রহিমের মেয়ে সুমাইয়া। দুই বছর বয়স থেকেই শারীরিক প্রতিবন্ধী হলেও তৃতীয় শ্রেণিতে লেখাপড়ার সময় তা বেড়ে যায়। স্বাভাবিকভাবে হাটা চলা করলেও ভেঙ্গে যেতে শুরু করে পায়ের হাড়। এতে বন্ধ হয়ে যায় তার চলাফেরা।

তবুও দমে যাননি এই শিক্ষার্থী। এবারে বড়হরিপুর উচ্চ বিদ্যালয় থেকে অংশ নিয়ে যশাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলমান এসএসসি পরীক্ষা দিচ্ছেন সুরাইয়া। ভবিষ্যতে সরকারি চাকরির জন্য লেখাপড়া অব্যাহত রেখেছেন সে। তাই তো লক্ষে পৌঁছাতে সকল প্রতিবন্ধকতা পেছনে ফেলে মায়ের পিঠে চড়ে গন্তব্যে যাচ্ছে সে। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেছেন জীবন যুদ্ধে হার না মানা অদম্য এই শিক্ষার্থী সুরাইয়া।

মেয়ের ভবিষ্যৎ সুস্থ্য জীবনের কথা মাথায় রেখে ভারতের চিকিৎসা অব্যাহত রেখেছেন পরিবারটি। তাকে স্বাভাবিক জীবনে ফিরে আনতে ও চলচলের জন্য একটি চার্জার গাড়ি পেতে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছে সুরাইয়ার পরিবার।

সুরাইয়ার অদম্য ইচ্ছে শক্তিকে অনুপ্রেরণা হিসেবে জীবনে কাজে লাগালে সফলতা আসবে বলে মনে করছেন অভিভাবকেরা।বিধি মোতাবেক সার্বিক সহযোগীতা প্রদানের কথা জানিয়েছেন পরীক্ষার কেন্দ্র সচিব মো. শফিকুল ইসলাম প্রামানিক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫