নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় এক পরিবারের চলাচলের পথকে কেন্দ্র করে ওই পরিবারের সদস্যদের উপর হামলা করা হয়েছে। এ সময় হামলাকারীরা বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুরসহ ইন্টারনেট ও বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
২৩ ফেব্রুয়ারি শুক্রবার গভীর রাতে উপজেলার বাঙ্গড্ডা মধ্যপাড়া গ্রামে কালামের বাড়িতে এ হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় শনিবার থানায় একটি লিখিত সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।
বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ভুক্তভোগী আবুল কালাম অভিযোগ করে বলেন, আমার উপর এর আগেও একাধিকবার হামলা করা হয়েছে। এই ঘটনায় পূর্বেও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি আমি। আমি এর সুষ্ঠু বিচার চাই।
থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার বাঙ্গড্ডা গ্রামের মৃত মাস্টার হোসেন আলীর ছেলে আবুল কালামের সাথে পার্শ্ববর্তী নুরুল হকের সাথে জায়গা জমি সংক্রান্ত ঝামেলা চলে আসছে। এই ঘটনায় নুরুল হক আবুল কালামের তিন শতক জমি দখল করে রেখে আবুল কালামের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়।
এ ঘটনায় আবুল কালাম বাঁধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে তার বাড়ির ইন্টারনেট ও বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে, নিরাপত্তার জন্য বসানো সিসিটিভি ক্যামেরা গোপনে খোলে নিয়ে যায় অভিযুক্তরা। এ সময় বাড়ির সীমানা প্রাচীরটিও ভেঙ্গে দেওয়া হয়।
হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা হলো- উপজেলার বাঙ্গড্ডা মধ্য পাড়া গ্রামের ওসমান আলীর ছেলে নুরুল হক এবং নুরুল হকের ছেলে সালেহ আহমেদ ও নুরুল হকের আরেক ছেলে কাহার। তবে কালামের বাড়িতে হামলার বিষয়ে অভিযুক্ত কাহার অস্বীকার করেন।
নাঙ্গলকোট থানার এসআই সোহেল মিয়া এশিয়ান টিভি ওনলাইনকে বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যে কোন অপরাধের বিষয়ে সজাগ আছে থানা পুলিশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available