মোঃ ফারুক হোসেন, খাগড়াছড়ি : পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে গুইমারা উপজেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এই জোন।
এরই ধারাবাহিকতায় ২০ ফেব্রুয়ারি বিকেলে সিন্দুকছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকা বড়পিলাক বাজার মাঠে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিভিন্ন ধরনের সাহায্য প্রদান করেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসিজি।
যার মধ্যে উল্লেখযোগ্য ২ টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ, ৩ টি মাদ্রাসা/ধর্মীয় প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা, ৫ টি বসত বাড়ীর মেরামতের জন্য ঢেউটিন, ১৮ জন গরীব ছাত্রছাত্রীদের বই কেনা এবং স্কুল/কলেজে ভর্তি হওয়ার জন্য আর্থিক সহায়তা, ৩ জন গরিব দুস্থ মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন, ৯ জনকে পড়ালেখার সুবিধার জন্য সোলার প্যানেল, বিদ্যালয়ে বেঞ্চ ও চেয়ার/টেবিল ক্রয়ের জন্য নগদ অর্থ, ৪ জন কৃষকের মাঝে নানা রকম কৃষি সামগ্রী, ৮ জন অসহায় দরিদ্র মানুষের চিকিৎসার জন্য নগদ অর্থ এবং পঙ্গু প্রতিবন্ধীর জন্য হুইল চেয়ার প্রদান করা হয়।
পাশাপাশি অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা দেয়ার জন্য মেডিক্যাল ক্যাম্পেইন স্থাপন করা হয়। মেডিক্যাল ক্যাম্পেইন এ পাহাড়ি-বাঙ্গালী ১২০জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়।
এ সময় জোনের অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
সুবিধাপ্রাপ্ত ব্যক্তিগণ তাদের কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন।
জোন অধিনায়ক সকলকে ভ্রাতৃত্বের বন্ধনে মিলেমিশে থাকার পরামর্শ দেন। এছাড়াও জোন অধিনায়ক এলাকার শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষায় দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা কামনা করেন এবং ভবিষ্যতেও এই জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available