• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৬:১৮:৩৭ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৬:১৮:৩৭ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৈয়দপুরে সোলার ইরিগেশন দ্রুত বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভা

২৭ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৯:১১:২৭

সৈয়দপুরে সোলার ইরিগেশন দ্রুত বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: সারাদেশব্যাপী সোলার ইরিগেশন দ্রুত বাস্তবায়ন বিষয়ক রংপুর বিভাগীয় এক আলোচনা সভা সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সৈয়দপুরের ইকু হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্টের হলরুমে ওই সভার আয়োজন করা হয়।

রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্ঠা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম।

এতে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান। 

আলোচনা সভায় রংপুর বিভাগের ৩টি জেলা, রংপুর, নীলফামারী ও দিনাজপুর জেলার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

সোলার ইরিগেশন নিয়ে একটি পাওয়ার প্রেজেন্টশন দিয়ে আলোচনা সভা শুরু হয়ে উপস্থিত কর্মকর্তা, জন প্রতিনিধি ও সুবিধা ভোগীদের প্রশ্নত্তোর পর্ব শেষে সংশ্লিষ্ঠ কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।

শেষে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিশ্বব্যাপী যুদ্ধের কারণে পৃথিবীটা একটা সংঘাতময় পরিবেশের মধ্যে চলে গেছে। সেখানে আমাদের টিকে থাকতে হলে নিজেদের মত করে দেশকে উন্নতির দিকে এগিয়ে নিতে হবে। ২০৪১ সালে আমরা দেশকে উন্নত দেশ হিসাবে উপস্থাপন করবো। এজন্য নিজেদেরকে নতুন কিছু উদ্ভাবন করতে হবে। বিভিন্ন চ্যালেঞ্জের মুখে যাতে আমাদের গতি থেমে না যায়।

সভায় সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল সরকারের বিভিন্নমূলক পরিকল্পনা এবং তা বাস্তবায়ন সম্পর্কিত বিষয় তুলে ধরেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ