সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীতে সরকারি নিয়মনীতি না মেনে হাসপাতাল পরিচালনা করার অপরাধে জেলা শহর মাইজদী, সোনাইমুড়ী ও সেনবাগের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার আংশিক ও সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন জেলা সিভিল সার্জন।
২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহর মাইজদী, সোনাইমুড়ী ও সেনবাগে পৃথক অভিযান চালিয়ে এসব হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়।
বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে জেলা শহর মাইজদীর ভাইটাল হাসপাতালের অতিরিক্ত ৮টি বেড, ওটি এবং এক্সরে রুম, সেনবাগের সেবারহাট বাজারের মনোজ মেডিকেল সার্ভিসেস সম্পূর্ণ বন্ধ, সেনবাগ পৌরশহরের সেন্ট্রাল হাসপাাতালের ওটি, আন্তঃবিভাগ ও এক্সরে রুম বন্ধ, সোনাইমুড়ীর ইসলামীয়া আই হসপিটাল বন্ধ, চাটখিলের মুন ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ, চাটখিলের হেলথ কেয়ার ডায়াগনষ্টিক সেন্টারের এক্সরে রুম বন্ধ, চাটখিলের ইসলামীয়া ডায়াগনষ্টিক সেন্টারের এক্সরে রুম বন্ধ, বেগমগঞ্জের চৌমুহনী আল বারাকা হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়।
রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর সিাভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available