• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩২:৩৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩২:৩৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙ্গুনিয়ায় নিরাপদ অভিবাসন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

২৮ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২:৩৮:০৭

রাঙ্গুনিয়ায় নিরাপদ অভিবাসন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় হেলভেটার্স বাংলাদেশের কারিগরি সহযোগিতায় সিমস প্রকল্প প্রত্যাশীর আয়োজনে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার উপজেলা কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পোমরা  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জহির আহমেদ চৌধুরী, সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ফরিদ উদ্দিন চৌ. ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো হানিফ, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক কামাল উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার খায়রুল আলম, সমাজসেবা অফিসার সুমন কান্তি দে, উপজেলা তথ্য সেবা আপা নাসরিন আজাদী উপজেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া, বিভিন্ন  ইউনিয়ন পরিষদের সদস্য ও সদস্যা সচিব, উদ্দ্যোক্তা, সাংবাদিক, এনজিওসহ বিভিন্ন ব্যক্তির সমন্বয়ে গঠিত সভায় সেশন পরিচালনায় ছিলেন হাটহাজারী উপজেলা কো-অর্ডিনেটর শওকতুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কো-অর্ডিনেটর  মিজানুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য ও আয়োজনের উদ্দেশ্য ও বিগত দিনের  কাজের অগ্রগতি তুলে ধরেন উপজেলা কো-অর্ডিনেটর মিজানুর রহমান। এ সময় এজেন্ডা ভিত্তিক আলোচনায় সকলে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রবাসীরা আমাদের রেমিট্যান্স যোদ্ধা, তাদের সেবা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব প্রবাসীদের কল্যাণে সিমস প্রকল্পের কার্যক্রম খুব প্রসংশনীয় হয়েছে। আধুনিক বাংলাদেশ বিনির্মাণে সরকারের পাশাপাশি নিজ নিজ অবস্থান হতে আমাদের সকলের এগিয়ে আসা উচিত।

প্রত্যাশীর কাজগুলো চলমান রাখতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করতে নির্বাহী অফিসার সকলের দৃষ্টি আকর্ষণ করেন। এতে করে প্রবাসীরা উপকৃত হবে বলে জানানো হয়। তিনি স্থানীয় সকলকে সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ করেন এবং আয়োজনে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান। ধন্যবাদ জানান সিমস প্রজেক্ট প্রত্যাশীকেও। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫