• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:২৯:০৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:২৯:০৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

নানান সমস্যায় জর্জরিত নাঙ্গলকোটের খাঁড়ঘর প্রাথমিক বিদ্যালয়

২৮ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২:৪৬:২৬

নানান সমস্যায় জর্জরিত নাঙ্গলকোটের খাঁড়ঘর প্রাথমিক বিদ্যালয়

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: নানান সমস্যায় জর্জরিত হয়ে কোনো রকমে চলছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের খাঁড়ঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি।

১৯৩৯ সালে প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষক আছেন ৬ জন, দুই জন পুরুষ শিক্ষক ও ৪ জন শিক্ষিকা। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী আছে মাত্র ৬৫ জন।

বিদ্যালয়টির পশ্চিম পাশের টিনশেড ভবনটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। দেওয়ালের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে, যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। এই অবস্থায় এলাকাবাসী ও শিক্ষক-শিক্ষার্থীরা ভবনটি দ্রুত পুনঃনির্মাণের দাবি জানান।

অন্যদিকে বিদ্যালয়ে ছাত্রছাত্রী কম থাকার বিষয়ে প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, করোনার সময় দীর্ঘদিন বন্ধ থাকায় আশেপাশের নূরানী ও হাফিজী মাদ্রাসায় শিক্ষার্থীদের ভর্তি করে দেন অভিভাবকরা। তাছাড়া বিদ্যালয়ের পশ্চিম পাশের ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভয়ে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে পাঠাচ্ছেন না অভিভাবকরা।

তিনি বলেন, দ্রুত নতুন ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাই, যাতে ছাত্রছাত্রীরা নির্ভয়ে পড়াশোনা করতে পারে।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার শরীফ রফিকুল ইসলাম বলেন, নতুন ভবনের জন্য ইঞ্জিনিয়ারদের দায়িত্ব দেওয়া হয়েছে, ইঞ্জিনিয়ার এস্টিমেট না দিলে আমাদের কিছু করার নেই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০