স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ছোট খারদিয়া গ্রামের মো. আলমগীর হোসেন মাতুব্বর হত্যা মামলার আসামিরা জামিনে বেড়িয়ে এসেছে। জামিনের পর তারা আলমগীরের স্ত্রী বিলকিস বেগম ও তার স্বজনদের মামলা তুলে নিতে চাপ প্রয়োগসহ তাদের ও স্থানীদের উপর হামলা চালাচ্ছে। এ ঘটনার প্রতিবাদে সাংবাদ সম্মেলন এবং মানববন্ধন করেছে স্থানীয়রা।
২৮ ফেব্রুয়ারি বুধবার বেলা ১২টায় ছোট খাট দিয়া গ্রামের নিহতের বাড়ির সামনের সড়কে মানববন্ধন করে নিহতের স্বজনদের নিরাপত্তা দাবি করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
মানববন্ধনের আগে নিহতের পরিবারের বাড়ির উঠানে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সেখানে বক্তব্য দেন নিহতের চাচা মো. কাওসার মাতুব্বর। তিনি জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারকে সহযোগিতা করার অপরাধে কয়েকদিন আগেও আসামিরা তার উপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করে।
নিহতের স্বজনরা জানান, আসামিপক্ষ প্রভাবশালী হওয়ায় তারা মামলা তুলে না নিলে ফের হামলা ও মারধরের হুমকি দিচ্ছে। ফলে নিহতের পরিবারের অনেকেই পালিয়ে পালিয়ে দিন কাটাচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৩ মে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সরোয়ার মাতুব্বর ও সানু মাতুব্বরের নেতৃত্বে ৬০-৭০ জন মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে আলমগীর হোসেন মাতুব্বরকে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় ১৫ মে নিহতের স্ত্রী বিলকিস বেগম বাদী হয়ে ৫৭ জনের নাম উল্লেখ করে আরো অন্তত ১০-১৫ জনকে অজ্ঞাত আাসামি করে ভাঙ্গা থানায় মামলা দায়ের করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available