রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: আগামী ৯ মার্চ অনুষ্টিত হবে নরসিংদীর রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের সাথে সার্বিক আইনশৃ্খংলা পরিস্থিতি ও নির্বাচনী আচরণ বীধিমালা প্রতিপালন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ ফেব্রুয়ারি বুধবার উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা নিবাহী অফিসার রোজলীন শহীদ চৌধূরী, সহকারী কমিশনার ও নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন বিষয়ক ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম, ওসি মো. সাফায়েত হোসেন পলাশ, রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মো. আজহারুল ইসলামসহ অনেকে।
উল্লেখ্য, ওই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়াম্যান পদপ্রার্থী হলেন ৩ জন এবং সাধারণ সদস্য প্রার্থী হলেন মোট ৩৫ জন। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে মাসুদা জামান পেয়েছেন চশমা, নুরুজ্জামান সরকার পেয়েছেন আনারস এবং সজীব সরকার পেয়েছেন মোটরসাইকেল প্রতীক। প্রত্যেকেই এখন নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available