সিলেট প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ ও কোম্পানীগঞ্জ থানাধীন এলাকা থেকে পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ ৩ জনকে আটক করেছে র্যাব-৯। ২৮ ফেব্রুয়ারি বুধবার র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোম্পানীগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৫৬ বোতল বিদেশি মদসহ মো. এনামুল হক (২৬) নামের এক যুবককে আটক করে র্যাব। তার গ্রামের বাড়ি কুমিল্লা, তবে তিনি দক্ষিণ সুরমার শিববাড়ী এলাকায় থাকেন।
এদিকে, অপর এক অভিযানে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে গোলাপগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৭১০ বোতল ফেনসিডিল, ৩৮৮৫ পিস ইয়াবা, ১৪৩ বোতল বিদেশি মদ এবং ৭০ বোতল বিয়ার উদ্ধারসহ মো. মিজান (৩০) ও মো. কাবিল মিয়া (৩৪) নামের দুইজনকে আটক করে র্যাব। তাদের বাড়ি যথাক্রমে গোলাপগঞ্জের রুস্তমপুর ও নবীগঞ্জের পাঞ্জারাই গ্রামে।
আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই র্যাব কর্মকর্তা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available