• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:৫৫:৩৯ (03-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:৫৫:৩৯ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

জৈন্তাপুর সীমান্ত থেকে মুখে অক্সিজেন টিউব পরিহিত যুবকের মরদেহ উদ্ধার

২৯ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:২৭:২৩

জৈন্তাপুর সীমান্ত থেকে মুখে অক্সিজেন টিউব পরিহিত যুবকের মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর সীমান্তে শরিফ আহমদ (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৮ ফেব্রুয়ারি বুধবার দুপুর ১টার দিকে সীমান্তবর্তী লালাখাল বাগছড়া ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ১৩০১নং পিলারের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শরিফ আহমেদ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপারতলা গ্রামের আব্দুল আহাদের ছেলে।

পুলিশ জানায়, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ১৩০১নং পিলারের কাছে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে লালাখাল বিজিবিকে খবর দেন। পরে বিজিবির পক্ষ থেকে জৈন্তাপুর থানাকে অবহিত করলে পুলিশ এসে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত যুবকের মরদেহ শার্ট-প্যান্ট পরিহিত অবস্থায় একটি কম্বলে রাখা ছিল। তার দেহে আইসিইউতে ব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম ও মুখে অক্সিজেন টিউব, হাতে ক্যানোলা ও প্রস্রাবের রাস্তায় ক্যাথেটার লাগানো ছিল। মরদেহর পাশে ভারতের একটি হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র পড়েছিল। মরদেহর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তার নাম ও বাংলাদেশের ঠিকানাসহ পরিচয় লেখা ছিল বলে জানায় পুলিশ।

পুলিশের ধারণা, কাজের সন্ধানে তিনি কয়েকমাস আগে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিলেন। প্রেসক্রিপশনে তার ইনজুরির বিষয়ে উপর থেকে পড়ে মাথায় আঘাত পাওয়ার তথ্য রয়েছে। ভারতের কোনো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ আহমদের মৃত্যু হলে সেখানকার লোকজন মরদেহ সীমান্তে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ তাজুল (ওসি) ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, নিহত শরিফ পেশায় রাজমিস্ত্রী অথবা অন্য কোনো ক্যাটাগরির মিস্ত্রির কাজ করতেন।

তিনি আরো বলেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শার্শায় প্রতিবন্ধী সম্মেলন অনুষ্ঠিত
৩ ডিসেম্বর ২০২৪ রাত ০৯:১১:৫৯

কক্সবাজারে অস্ত্রসহ আটক ২
৩ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫০:৫৯







শ্রীপুরে দুই ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
৩ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:৫৬:২৩