কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ‘কৃষি ব্যাংকার-গ্রাহক সম্পর্ক ও গ্রাহকসেবা উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ পৌর এলাকার খোদেজা সপিং সেন্টারে বাংলাদেশ কৃষি ব্যাংকে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষি ব্যাংকের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক কাজি মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক আশরাফুলজ্জামান খাঁন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার উখিং মে ও উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তছলিম।
এসময় প্রধান অতিথি বলেন, আমাদের ব্যাংকে আজ এক কোটি টাকার বিভিন্ন ধরনের প্রনোদনা ঋণ বিতরণ করা হয়েছে। এ বছর গাজীপুরে প্রচুর পরিমান ফান্ড দেয়া হয়েছে। গ্রাহক বাঁচলে আমরা বাঁচবো, তাই আমরা সব সময় গ্রাহকদের সেবায় নিয়োজিত আছি এবং থাকবো।
নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় ও স্থানীয় ব্যবস্থাপক মো. জামান শেখের আয়োজনে এসময় তিনটি শাখার ব্যবস্থাপক ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন।
সভায় গ্রাহক ও মুক্তিযোদ্ধাগণ তাদের সুবিধা-অসুবিধা তুলে ধরেন। তারা কৃষি ব্যাংকের সুধ কমানো ও গ্রাহক সেবায় আধুনিক ব্যবস্থা চালু করতে আহবান জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available