• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১২:৫০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১২:৫০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বড়াইগ্রামে বিভিন্ন জাতের ১৮০০ গাছ কেটে ফেলার অভিযোগ

২৯ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:১৯:১১

বড়াইগ্রামে বিভিন্ন জাতের ১৮০০ গাছ কেটে ফেলার অভিযোগ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে প্রকাশ্যে দিনের বেলায় ১ হাজার ৮০১টি আম, সুপারি, কলা ও খেজুর গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ী ব্যক্তিকে গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপজেলার বনপাড়ায় সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী।

এর আগে, তিনি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বনপাড়া মহল্লার ব্যবসায়ী আব্দুল কাদের পাঠান ১১ বছর আগে মশিন্দা গ্রামের মৃত শাহজাহান গাজীর স্ত্রী জাহানারা বেগমের কাছ থেকে ৬ লাখ টাকা দামে ৩৩ শতক জমি কিনেন। কালিকাপুরে ওই জমিতে তিনি পরবর্তীতে ১ হাজার কলা, ১০০ আম্রপালি জাতের আম, ৫০০টি সুপারি ও একটি খেজুরের চারা রোপণ করেন। গত ২৪ ফেব্রুয়ারি মালিপাড়া গ্রামের আজিজ মিয়াজী ও তার ছেলে শামীম মিয়াজীর লোকজনসহ প্রকাশ্যে ওই বাগানে গিয়ে সবগুলো গাছ কেটে ফেলেন।

খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় কমপক্ষে ১১ লাখ ১২ হাজার ৫০০ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত বাগান মালিক আব্দুল কাদের পাঠান।

এ ব্যাপারে অভিযুক্ত শামীম মিয়াজী বলেন, জমির মালিক জাহানারা বেগম আমার শ্বাশুড়ি। সে হিসাবে ওই জমি আমি পাই। তাই আমার জমির গাছ কেটে পরিস্কার করেছি। তবে শাশুড়ির বিক্রি করা জমির কীভাবে মালিক হন জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।

বিক্রেতা জাহানারা বেগম বলেন, আমি টাকার প্রয়োজন হওয়ায় জমিটি বিক্রি করেছিলাম। মেয়ে জামাইকে আমি কোনো জমি দেইনি। সে গাছ কেটে অন্যায় করেছে।

বড়াইগ্রাম থানার ওসি শফিউল আজম খান জানান, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫