শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে মোবাইল কোর্টে সড়ক পরিবহন আইনে ৩০টি মামলা ও ২০ হাজার ৮শত টাকা জরিমানা করা হয়েছে।
২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলার উপলতা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সূত্রে জানা যায়, সড়কপথে দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা ফিরিয়ে এনে নিরাপত্তা নিশ্চিত করতে শাহরাস্তি পৌরসভার উপলতা এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা, যানবাহনের রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিট, হেলমেট না থাকাসহ বিভিন্ন অপরাধে ৩০টি মামলা দেওয়া হয়। একই সময় ২০ হাজার ৮শ’ টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনী বৃন্দ।
শাহরাস্তি উপজেলার সকল সড়কের শৃঙ্খলা ও নিরাপদ সড়ক নিশ্চিতের লক্ষ্যে সকলকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সকল ধারা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available