• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১১:৪৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১১:৪৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মাদকসহ আসামি ছিনিয়ে নেয়া সেই যুবক গ্রেফতার

২ মার্চ ২০২৪ রাত ০৮:৩১:৪৬

মাদকসহ আসামি ছিনিয়ে নেয়া সেই যুবক গ্রেফতার

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরা উপজেলার গোপালপুর ইউনিয়নে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে ডাকাত ডাকাত বলে চিৎকার এক যুবক। পরে মাদকসহ মাদক মামলার দুই জন আসামি পুলিশের নিকট থেকে ছিনিয়ে নেয়া হয়। এ ঘটনার মূলহোতা যুবলীগ নেতা সাগর মাদবরকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

২ মার্চ শনিবার মধ্যরাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান।

জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোপালপুর ইউনিয়নের সূর্যমণি বাজারের পেছনে একটি বালুর মাঠে অভিযান পরিচালনা করে গাঁজাসহ আরিফ মাদবর (২৮) ও সবুজ মাদবর (৩৫) নামের দুই মাদক কারবারিকে আটক করে জাজিরা থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) বেলাল হোসেন ও তার সঙ্গে থাকা তিন পুলিশ সদস্য জোহান, সবুজ ও ফারুক।

আটকের খবর পেয়ে যুবলীগ নেতা সাগর মাদবরসহ আরও কয়েকজন মাদক কারবারি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডাকাত ডাকাত বলে পুলিশকে ধাওয়া করে। এসময় ঐ পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে গাঁজাসহ আটক করা আরিফ ও সবুজকে ছিনিয়ে নেয়। পরে অবরুদ্ধ করা পুলিশ সদস্যদের মারধর করে সবুজ, সাগরসহ তাদের সঙ্গে থাকা মাদক কারবারিরা।

পরে স্থানীয় লোকজন পুলিশ সদস্যদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়। এ ঘটনার খবর পেয়ে জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সুজন হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এসময় ওই যুবলীগ নেতাসহ তার সঙ্গে থাকা সকলে পালিয়ে যায়।

এ ঘটনার সময় অভিযুক্ত যুবলীগ নেতা সাগর তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে সরাসরি (লাইভ) সম্প্রচার করে। ঐ ভিডিওতে দেখা যায়, সাগর মাদবরসহ প্রায় ১০-১৫ জন লোক পুলিশ সদস্যদের ডাকাত ডাকাত বলে তারা করছে। একই সাথে পুলিশের সাথে অসৌজন্যমূলক আচরণ করছে। যদিও পরে দেখা যায় সাগর মাদবর ওই লাইভ ভিডিওটি তার প্রোফাইল থেকে ডিলিট করে দিয়েছেন। আসামি র‍্যাবের জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫