নওগাঁ প্রতিনিধি: বিয়ের প্রলোভন দিয়ে পালিয়ে নিয়ে যাওয়ার ৬মাস পর ভুক্তভোগী তরুণীকে উদ্ধারসহ অভিযুক্ত রহিদুল ওরফে রশিদুল নামে এক যুবককে গ্রেফতার করেছে নওগাঁ সদর থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার রাতে সাভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে আদালতের মাধ্যমে রশিদুলকে জেলহাজতে পাঠানো হয়েছে।
অভিযুক্ত রহিদুল নওগাঁ সদর উপজেলার শিকারপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
মামলা ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই তরুণীর বাড়ি জেলার মহাদেবপুর উপজেলায়। নওগাঁ শহরে থেকে শহরের একটি বেসরকারি ক্লিনিকে কাজ করতো। গত ২০২২ সালের ২১ আগস্টে ক্লিনিকে যাওয়ার পথে ওই তরুণী নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুজি করে কোথাও পায়নি। পরে ২২ সেপ্টেম্বর সদর থানায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তরুণীর সহকর্মী রহিদুল, ফারুক ও রশিদের নামে মামলা করেন। মামলার পর বিষয়টি বিভিন্নভাবে তদন্ত করা হয়।
পরে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আইসিটি বিভাগকে রহস্য উন্মোচনের নির্দেশনা দেয়। আইসিটি বিভাগ জানতে পারে ভুক্তভোগী ঢাকায় অবস্থান করছে। অবশেষে তাদের অবস্থান সনাক্ত করে মঙ্গলবার রাতে সাভার থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে অভিযুক্ত রহিদুলকে গ্রেফতার করা হয়।
নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলী বলেন, সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ প্রযুক্তির সহায়তায় ঢাকার গাজিপুর ও সাভার এলাকায় ২৪ ঘন্টা অভিযান চালিয়ে সাভার থেকে রশিদুলকে গ্রেফতার করা হয়। বিয়ের প্রলোভন দিয়ে ওই তরুণীকে সে নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগীকে তার পরিবারের সদস্যের কাছে হস্তান্তর করা হয়েছে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, রহিদুলের সংসার ও সন্তান আছে। তারপরও বিয়ের প্রলোভন দিয়ে ওই তরুণীকে নিয়ে পালিয়ে ঢাকায় গিয়ে সংসার করছিল। গ্রেফতারের পর বুধবার সকালে রহিদুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available