ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ভালুকা সাংস্কৃতিক ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ শনিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উক্ত সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সরকার, ময়মনসিংহের উপপরিচালক (উপসচিব) মো: সফিকুল ইসলাম।
ভালুকা সাংস্কৃতিক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি আলি আহসান কবিরের সভাপতিত্বে উক্ত সম্মেলনে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নির্বাহী পরিষদ সদস্য মো: সারওয়ার জাহান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ভালুকা আলহাজ্ব আবুল কালাম আজাদ, পৌরসভা মেয়র ভালুকা ডা. মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ভালুকা মো: আলী নূর খান, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ এবং এপোলো ইন্সটিটিউট ভালুকার অধ্যক্ষ এ আর এম সামছুর রহমান।
উপজেলার ১১টি সাংস্কৃতিক সংগঠন নিয়ে গঠিত ভালুকা সাংস্কৃতিক ফোরামের সম্মেলনে সৃষ্টি শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক এস এম জাহাঙ্গীর আলমকে সভাপতি ও কলকাকলী সংগীত বিদ্যালয়ের পরিচালক সুজন খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এসময় ফোরামভুক্ত ১১টি সংগঠনের পরিচালক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান ও কবিতা আবৃত্তি করেন সংগঠনসমূহের শিল্পীবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available