মোহাম্মদ শফিক, জেলা প্রতিনিধি (কক্সবাজার) : কক্সবাজারে মৎস্য গবেষণা ইন্সটিটিউটের আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নবনির্মিত অফিস ও গবেষণাগার ভবনের উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
২২ ফেব্রুয়ারি বুধবার কক্সবাজারে বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে ‘সুনীল অর্থনীতিতে সামুদ্রিক মৎস্য সম্পদঃ গবেষণা অর্জন ও সম্ভাবনা’ শীর্ষক কর্মশালায় উপস্থিত হওয়ার আগে তিনি এই ভবন ও গবেষণাগারের উদ্বোধ করেন।
এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়, উন্নয়নের রোল মডেল। সমুদ্র সম্পদ রক্ষা করার জন্য বঙ্গবন্ধু ও শেখ হাসিনা সরকার ছাড়া আর কেউ কোন প্রদক্ষেপ নেয় নি। তাই আমরা এ সম্পদ রক্ষা করতে পেরেছি এবং এ সম্পদে আজ বিপ্লবী উন্নয়ন হয়েছে। এ সেক্টরকে সম্প্রসারণ করার জন্য যা করার দরকার, আমরা তা করছি। নতুন নতুন রিসার্চ সেন্টার চালু করেছি, যেন বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছের গুণগতমান টিক রেখে মৎস্য ভান্ডার সমৃদ্ধ করা যায়।
মন্ত্রী আরও বলেন, ‘দেশের বর্তমান উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে, রাষ্ট্রের স্থিতিশীলতা ধ্বংস করতে কিছু মানুষ ব্যর্থ প্রচেষ্টায় লিপ্ত। এরা দেশ ও জাতির শত্রু। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে এবং সচেতন থাকতে হবে।
পরে ‘এলাসমোব্রাঞ্চ ফিশারী ইন বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করেন শ ম রেজাউল করিম।
মৎস্য গবেষণা ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তোফাজ্জল হোসেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বক্তব্য রাখেন।
কর্মশালায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মৎস্য গবেষণা ইন্সটিটিউট, সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠান শেষে মন্ত্রী বৃক্ষরোপণ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available