ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওরে ইতোমধ্যে ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ শেষ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। এখন চলছে বাঁধগুলো টুকিটাকি মেরামতের কাজ।
ইটনা সদর ইউনিয়নের বিভিন্ন বাঁধে গিয়ে দেখা যায়, মাটির কাজ শেষ করে এখন বাঁধের দুই পাশে ঘাস লাগানো হচ্ছে, ঘাসের উপর দেওয়া হচ্ছে পানি। আগামী দুই তিন দিনের মধ্যে অবশিষ্ট কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম।
প্রতি বছর এই উপজেলার হাওর এর কৃষকরা ফসল রক্ষা বাঁধ নিয়ে চিন্তিত থাকেন। এবার যথাসময়ে এই বাঁধগুলোর নির্মাণ কাজ শেষ হওয়ায় সোনালি ফসল হারানোর ভয়মুক্ত হলেন কৃষকরা।
স্থানীয় কৃষক মো. শাহজাহান মিয়া জানান, আগাম বন্যা হলে হাওরের নিচু জমিগুলো তলিয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায়। এবার বাঁধ নির্মাণ হওয়ায় অনেকটা চিন্তামুক্ত কৃষকরা।
বলধা হাওরের বাঁধের সভাপতি সোহরাব উদ্দিন ঠাকুর জানান, কৃষকদের সারা বছরে একটাই ফসল এই ধান। গত কয়েক বছর আগাম বন্যায় নিচু এলাকার জমিগুলো তলিয়ে গেছে। এতে কৃষকদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। চলতি বছরে বাঁধগুলো যথাসময়ে নির্মাণ কাজ শেষ হয়েছে। আশা করি, এবার আর আগাম বন্যায় ফসলের ক্ষয়ক্ষতি হবে না।
উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, চলতি বছরের ইটনা উপজেলার ৯টি ইউনিয়নে ২৭ হাজার ৫৩০ হেক্টর জমিতে বোরো ধান রোপণ করা হয়েছে। আগাম বন্যায় ফসলের ক্ষয়ক্ষতি না হলে সোনালি ফসল ঘরে তুলতে পারবেন কৃষকরা।
এদিকে ৩ মার্চ রোববার সকালে ২০২৩-২৪ অর্থ বছরের ইটনা উপজেলার কাবিটা কর্মসূচির আওতায় বিভিন্ন হাওরের পিআইসি’র কাজ পরিদর্শন করেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কামাল মোহাম্মদ রাশেদ।
এ সময় বিভিন্ন পিআইস’র সভাপতি ও সদস্যরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে যথাসময়ে অধিকাংশ কাজ শেষ হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন এই কর্মকর্তা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available