লক্ষ্মীপুর প্রতিনিধি: কোরআন তেলোয়াত, গীতা পাঠ, দেশাত্ববোধক গান ও নৃত্য এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে লক্ষ্মীপুরের বশিকপুর স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৪ মার্চ সোমবার সকাল ১১ টায় সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাছেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র। এসময় প্রতিষ্ঠানটির সাবেক অবসরপ্রাপ্ত শিক্ষক, বিভিন্ন ব্যাচের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির শিক্ষক জিল্লুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে ছিলেন বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান, বশিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সোমপাড়া কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, প্রতিষ্ঠানটির সাবেক প্রধান শিক্ষক দলিলুর রহমান বিএসসি, বশিকপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ জাকী, প্রতিষ্ঠানটির দাতা সদস্য আমিনুল ইসলাম, মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী ও সাবেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান মাসুদ।
এর আগে, অতিথিদের সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাছেদ ও সহকারী শিক্ষক মাওলানা রুহুল আমিন। পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী পাঁচ শতাধিক শিক্ষার্থী হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available