রংপুর ব্যুরো: রংপুর ও দিনাজপুরবাসীর বহুল প্রত্যাশিত জয়ন্তীপুর করতোয়া নদীর উপরে নির্মাণাধীন জয়ন্তীপুর ও গিলাবাড়ী ব্রিজ দুটির করতোয়া নদীর কাজ বন্ধ করে দিয়ে কাজের মালামাল নিয়ে চলে যায় ঠিকাদারী প্রতিষ্ঠান। আর ব্রিজ দুটির নির্মাণ কাজ বন্ধ হওয়ায় সেই শেষ ভরসা নৌকায় পারাপার করে চরম ভোগান্তিতে পরেছে সাধারণ মানুষ। নির্মাণাধীন ব্রিজ দুটির কাজ দ্রুত সম্পূর্ণ হলে পাল্টে যাবে রংপুর ও দিনাজপুর এই দুই জেলার প্রায় ৬ লাখ মানুষের জীবনযাত্রার মান ।
সরে জমিনে গেলে এলাকাবাসী জানান, ২০১৩ সালের ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী এলাকার একটি নির্বাচনী জন সভায় জয়ন্তীপুর ঘাটে একটি ও চতরা গিলাবাড়ী ঘাটে একটি ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন। এরপর ২০১৯ সালে এই ব্রিজ দুটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন পীরগঞ্জ আসনের এমপি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তথ্য মতে, ব্রিজ দুটিতে ব্যয় ধরা হয়েছে ৫৭ কোটি ১১ লাখ ৯ হাজার ৫৭০ টাকা । ব্রিজ দুটির কাজ ইতিমধ্যে ৬০ ভাগ কাজ সম্পূর্ণ হলেও এখন পুরো নির্মাণ কাজ বন্ধ করে নির্মাণাধীন মালামাল নিয়ে চলে গেছে ঠিকাদারী প্রতিষ্ঠান।
এতে নদী পারাপারে চরম ভোগান্তিতে পরেছেন সাধারণ মানুষ । ২০২০ সালের শেষ দিকে ব্রিজ দুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও তিনগুণ সময় পাড় হওয়ার পরও ব্রিজ দুটির নির্মাণ কাজ শেষ হয়নি । ব্রিজ দুটির নির্মাণ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ছেড়ে চলে যাওয়ায় হতাশায় এলাকাবাসী ।
স্থানীয় বাসিন্দা আকবার আলী বলেন, ব্রিজ দুটির কাজ শেষ না করেই কাজ বন্ধ হওয়ায় দুশ্চিন্তায় পড়ে যায় এলাকার মানুষ। নদী পাড়ে বাসিন্দাদের এখনও নদী পার হতে হয় নৌকায় চড়ে, এতে করে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ । দ্রুত সময়ে ব্রিজ দুটি নির্মাণ করার দাবিও জানান এলাকাবাসী।
উপজেলা প্রকৌশলী মশিউর রহমান বলছেন, নানান সমস্যায় ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ ছেড়ে দিয়েছে, তবে খুব শীঘ্রই টেন্ডারের মাধ্যমে ব্রিজ দুটির নির্মাণ কাজ শুরু হবে ।
রংপুর ও দিনাজপুরের চার উপজেলাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন পূরণে ব্রিজ দুটি দ্রুত টেন্ডারেরর মাধ্যমে পুনঃনির্মাণ কাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য দ্রুত উন্মুক্ত করে দেয়া হোক এমনটাই প্রত্যাশা সকলের।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available