চট্টগ্রাম প্রতিনিধি: ‘সময়কে ধরে রাখা যায় না, মনে রেখ বন্ধুত্ব কোনো দিন হারায় না’ এই স্লোগানকে ধারণ করে সরকারি কমার্স কলেজ ১৯৯২-৯৪ অনার্স ১৯৯৫-৯৬ মাস্টার্স ব্যাচের বন্ধুদের প্রথম মিলন মেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২ মার্চ সন্ধ্যা ৭ টায় চিটাগং ক্লাব লিমিটেড স্পোর্টস কমপ্লেক্স এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুরুতেই মোহাম্মদ ইকবাল পবিত্র কোরান তেলাওয়াত করেন। উৎপল পাল গীতাপাঠ, উজ্জ্বল কুমার বড়ুয়া ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
উদ্বোধনী বক্তব্য দেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ রায়হান ইফতেখার মাহমুদ রাসেল।
পরে প্রয়াত সহপাঠী, বন্ধু, কলেজ শিক্ষক, কলেজ কর্মকর্তা এবং পিতা মাতার ও ঢাকার বেইলি রোডে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করেন। এর পর সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ড. জমির উদ্দিন সিকদার, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক, খালেদ হোসেন খান মাসুক, আবদুল্লা আল মহাফুজ, আবদুল জব্বার, রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড, মেহেদী হাসান লিটন, মোহাম্মদ আবুল বশর, মাইনুল ইসলাম আলমগীর, মোহাম্মদ নাসির উদ্দীন, মাহবুবুল ইসলাম, কামরুল আনাম, নুরুল আবছার, নজরুল ইসলাম, তিলক বড়ুয়া, মোহাম্মদ আকতার হোছাইন, মোহম্মদ মহিউদ্দিন, নাজিম উদ্দীন আহমেদ, ফরহাদ হোসেন, মোফাজ্জল করিম কিসলু প্রমুখ।
বক্তারা বলেন, আজীবন বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ থেকে একে অপরের পাশে দাড়াতে হবে। একই সাথে ঐক্যবদ্ধভাবে মানবিক তথা সামাজিক কল্যাণমূলক কাজে নিয়োজিত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আয়োজক কমিটির অন্যতম সদস্য গোপাল পাল। পরবর্তীতে টিভি ও বেতারের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available