বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ ওবাইদুল ইসলাম (৩০) নামে একজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৩।
৪ মার্চ সোমবার দিবাগত রাতে দিনাজপুর র্যাব-১৩ রংপুর ক্রাইম প্রিভেনশন কোম্পানি দিনাজপুর-১ কোম্পানির অধিনায়ক মোহাম্মদ আব্দুর রাজ্জাক খানের নেতৃত্বে এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলো- ফুলবাড়ি উপজেলার রাজারামপুর কলেজপাড়া এলাকার মৃত বুদু মন্ডলের ছেলে ওবাইদুল ইসলাম (৩০)।
র্যাব সূত্রে জানা যায়, দিনাজপুরের একটি চৌকশ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ফুলবাড়ি উপজেলার শিবনগর ইউনিয়নের আদর্শ কলেজপাড়া এলাকায়। এসময় ওবাইদুলের বাড়ির ভিতরে বিশেষ কায়দায় মাটির গর্তে লুকিয়ে নিষিদ্ধ ভারতীয় মাদক দ্রব্য বিক্রি করার সময় কারবারিকে হাতেনাতে আটক করে র্যাব সদস্যরা।
র্যাব সূত্রে আরও জানা যায়, নেশা জাতীয় ৩৬৪ বোতল ভারতীয় তৈরি, আমদানি নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করে। গ্রেফতার ব্যক্তি পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা থেকে সিন্ডিকেটের মাধ্যমে ফেন্সিডিল, ফেন্সিগ্রীপ, এমকেডিল ও ফেয়ারডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে। এসব মাদকদ্রব্য দেশের বিভিন্ন স্থানের মাদক কারবারিদের কাছে বিক্রি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।
এ বিষয়ে ফুলবাড়ী থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available