কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন মো. মোস্তাফিজুর রহমান রাজু। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. আব্দুল খালেক ফারুক।
৫ মার্চ মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের শামসুল হক মিলনায়তনে প্রার্থীদের চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
নিবার্চন কমিশন মিজানুর রহমান মিন্টু, ইউসুফ আলমগীর ও নাজমুল হোসেন এ ফলাফল ঘোষণা করেন।
সভাপতি মোস্তাফিজুর রহমান রাজু জাতীয় দৈনিক জনকন্ঠ পত্রিকা ও একাত্তর টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি। অন্যদিকে মো. আব্দুল খালেক ফারুক জাতীয় দৈনিক কালের কন্ঠ ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি হিসাবে কাজ করে আসছেন।
কুড়িগ্রাম প্রেস ক্লাবের ২০২৪-২৫ সালের দুই বছর মেয়াদি কার্যনিবাহি কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চুড়ান্ত অন্য প্রার্থীরা হলেন, সহ সভাপতি পদে খন্দকার একরামুল হক সম্রাট ও তৌহিদুল ইসলাম বকসী ঠান্ডা, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান খন্দকার, কোষাধ্যক্ষ রেজাউল করিম, দফতর সম্পাদক এম রহমান মঞ্জু, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির সূর্য, সমাজ কল্যাণ সম্পাদক কে.এম গোলাম রব্বানী, সাহিত্য সংস্কৃতি সম্পাদক লাইলী বেগম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমেদ।
কার্যকরী সদস্য পদে নির্বাচিতরা হলেন- হারুন উর রশিদ, ফজলে ইলাহি স্বপন, মোঃ শফিকুল ইসলাম বেবু ও আব্দুল ওয়াহেদ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available