নীলফামারী প্রতিনিধি: ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে নীলফামারীতে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৬ মার্চ বুধবার সকালে জেলা প্রশাসন ও পাট অধিফতরের যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈয়বুর রহমান।
এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাইদুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক রশিদা খাতুন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও বীর মুক্তিযোদ্ধা কান্তি ভুষন রায়।
এর আগে, একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available