• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৩:৪৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৩:৪৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আদালতে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

৭ মার্চ ২০২৪ দুপুর ০২:০১:৩০

আদালতে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

রংপুর ব্যুরো: মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়েরও চাম  তাপস বানাইলেও দুধের ঋণ শোধ হবেনা, মাকে নিয়ে হাজারোও গান, কবিতা, গল্প, সিনেমা উপন্যাস কি রচিত হয়নি মাকে নিয়ে? মাকে খুশি করতে সন্তানেরা কি না করে থাকে। ৬০ বছর বয়সি এক বৃদ্ধ মা আঞ্জুয়ারা বেগম। স্বামী হারা এক ছেলে সন্তানের মা তিনি।

মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। আর সেই বেহেস্তকেই খাবার খেতে না দিয়ে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তারই গর্ভজাত  সন্তান। সন্তানের এমন নির্যাতন সহ্য করতে না পেরে ওই মা ছেলের কঠোর শাস্তি চেয়ে আদালতে মামলা করেছেন।

যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে প্রসাব যন্ত্রণা সয্য করে যে ছেলেকে নিজে খেয়ে না খেয়ে বড় করেন সেই ছেলের কাছেই শেষ বয়সেই একটু আধটু সুখে খোঁজেন প্রতিটি বাবা মা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, একমাত্র ছেলের কাছে থাকা খাওয়া তো দূরের কথা, মাকে প্রতিনিয়তই সহ্য করতে হয়েছে ছেলের নির্মম নির্যাতন। সেই মা এখন একমাত্র ছেলের বিরুদ্ধে মামলা করেছেন আদালতে, চেয়েছেন ছেলের কঠোর শাস্তিও।

আঞ্জুয়ারা নামে বৃদ্ধাকে আদালতের বারান্দায় বারান্দায় ঘুরতে দেখা যায়। বৃদ্ধ মায়ের বাড়ি রংপুরের পীরগঞ্জের ভাগজোয়ার গ্রামে। তিনি ওই গ্রামের মৃত হবিবুর রহমানের স্ত্রী। স্বামী বেঁচে থাকতে এক ছেলে সন্তানসহ খুবই ভালোই ছিলো তাদের সংসার। স্বামীর মৃত্যুর পর ছেলের নির্যাতনের শিকার হওয়া আঞ্জুয়ারা বেগম অবশেষে কোথাও কোনো বিচার না পেয়ে আদালতে কাছে ছেলের বিচার চেয়ে মামলা করেন।

প্রতিবেশী ভাই ও সাধারণ মানুষ বলেন, কোনো মা চায় না ছেলের শাস্তি। তবে কতটা দুঃখ কষ্ট পেলে নিজের ছেলেকে আদালতের কাঠগড়ায় দাড় করায়। তা বৃদ্ধা মা আঞ্জুয়ারাকে দেখলে বোঝা যায়।

তারা আরও বলেন, আঞ্জুয়ারা বেগমের সন্তান একজন নেশাগ্রস্ত, সে তার মাকে ভয়ভীতি দেখিয়ে সব সম্পত্তি বিক্রি করে দেয়। এরপর থেকেই নানা নির্যাতন করে আসছে ছেলে। মায়ের এমন করুণ আকুতিতে দৃষ্টান্ত শাস্তি চেয়েছেন প্রতিবেশী ও সাধারণ মানুষ।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফিরোজ কবির নিয়ন জানান, নির্যাতিত মা ছেলের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন। বাদীর জবানবন্দি শোনার পর আদালত পর্যালোচনা করে ৩২৪ ও ৩০৭ আমলে না নেয়ায় উচ্চ আদালতে মামলা করবেন বলেও জানান বাদী পক্ষের এই আইনজীবী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫