• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৮:০১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৮:০১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নবীনগরে ৬ ড্রেজার জব্দ, গ্রেফতার ৫

২৩ ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:০২:২৫

নবীনগরে ৬ ড্রেজার জব্দ, গ্রেফতার ৫

নবীনগরে ৬ ড্রেজার জব্দ, গ্রেফতার ৫

জ.ই বুলবুল, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফসলি জমি রক্ষার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ অবৈধ ড্রেজার মেশিন জব্দসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়নের কাইতলা, গোয়ালী এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক।

অভিযানকালে কসবা উপজেলার ইশাননগরের ফরহাদ মিয়ার ২টি, মেহেরী আইয়ুব নবীর ২টি, কাইতলার শফিক মিয়ার ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

এসময় ৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সবাই ময়মনসিংহের দোবাওরার ড্রেজার শ্রমিক।

জানা যায়, উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ফসলী জমি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে ভূমিদস্যুরা নির্বিঘ্নে শত শত একর জমির মাটি কেটে অন্যত্রে বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অনুমতিবিহীন জমির শ্রেণি পরিবর্তন করে ৪০ থেকে ৫০ ফুট গভীর করে মাটি কাটায় আশেপাশের ফসলি জমিগুলো এমনিতেই ভেঙে পরে। এতে করে বেশির ভাগ সাধারণ কৃষক বাধ্য হয়ে কম মূল্যে ফসলি জমি বিক্রি করে নিঃস্ব হচ্ছে।

বিগত কয়েক বছরে উপজেলায় অন্তত কয়েক হাজার একর ফসলি জমি ধ্বংস করে দিয়েছে ভূমিদস্যুরা। সাধারণ কৃষকের অভিযোগ ও কৃষি জমি রক্ষার্থে প্রশাসন মাঝে মধ্যে অভিযান পরিচালনা করে জেল জরিমানাসহ ড্রেজার জব্দ করলেও কোন কাজে আসছে না। কারণ প্রভাবশালীরা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিভিন্ন রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুনরায় অবৈধ ড্রেজার পরিচালনা করেন। ইতোমধ্যেই নবীনগরের বেশ কয়েকজন রাঘববোয়ালদের অবৈধ ড্রেজার জব্দ করে প্রশংসা কুড়িয়েছে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক জানান, সাধারণ কৃষকের ফসলি জমি রক্ষার্থে অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২