কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমজাদ হোসেন হাওলাদার (৮৫) নামের এক কয়েদি চিকিৎসাধীন অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।
৮ মার্চ শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পঞ্চম তলার ৫২৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত আমজাদ হোসেন খুলনা জেলার বাটিয়াঘাটা চারখালী এলাকার মৃত এমদাদ আলীর ছেলে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, আমজাদ হোসেন (কয়েদি নং-৮২১৬/এ) দীর্ঘদিন ধরে হার্নিয়া রোগে ভুগছিলেন। গত ১ মার্চ দুপুরে কারাগারের সহকারী সার্জনের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তিনি ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা গেছেন। ডাক্তার মৃত্যুর প্রমাণপত্রে মৃত্যুর কারণ হিসেবে Irreversible Cordis respiratory failure due to Acute Abdomen with Urinary bladder mass with Cholelithiasis উল্লেখ করেছেন।
মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available