• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৪:৫৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৪:৫৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান পদে ওবাইদুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত

৯ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৬:২৮:৪৯

কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান পদে ওবাইদুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে জেলা পরিষদের উপনির্বাচনে বেসরকারিভাবে মোটরসাইকেল প্রতীক নিয়ে জয়ী হয়েছেন আ ন ম ওবাইদুর রহমান।

৯ মার্চ শনিবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসার মোঃ জিলহাহাজ উদ্দিন বিষয়টি নিশ্টিত করেছেন।

তিনি বলেছেন, কোন প্রকার বিশৃঙখলা ছাড়াই জেলায় ৯টি উপজেলার ৯টি ভোট কেন্দ্রে শান্তি পূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মোটরসাইকেল প্রতীক নিয়ে বেসরকারিভাবে ৫৬ ভোটে বিজয়ী হয়েছেন আ ন ম ওবাইদুর রহমান।

তিনি মোট ভোট পেয়েছেন ৫২৭টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীক নিয়ে মো. জাফর আলী পেয়েছেন ৪৭১টি ভোট।

এর আগে, সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার সব ক’টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট দেন ভোটাররা।

জানা গেছে, গত জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচন করার জন্য জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় অব্যহতি নেন মো. জাফর আলী। পরে জেলা পরিষদের শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এই পদে আবারও আনারস প্রতীক নিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান পদে নিবার্চন করলে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ ন ম ওবাইদুর রহমানের মোটরসাইকেল  প্রতীকের কাছে ৫৬ ভোটে পরাজিত হন তিনি।

এ নির্বাচনে জেলার ৯টি উপজেলায় মোট ভোটার ছিল ১০১৩ জন। ভোট পরেছে ১০০৬ জনের।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫