বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জাকারিয়া জাকা বলেন, গ্রামের উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা প্রকল্প হাতে নিয়েছেন। এরই ধারাবাহিকতায় বীরগঞ্জ ও কাহারোলে ১৭টি হাসপাতাল তৈরির প্রকল্প বাস্তবায়ন করতে চাই। এসব হাসপাতালে নারী ও পুরুষ, শিশুসহ প্রসূতি মায়েদের জন্য সকল চিকিৎসা সেবা প্রদান করা হবে।
৮ মার্চ শুক্রবার রাতে রাজুরিয়া মহেশপুরে ৬নং রামচন্দ্রপুর ইউনিয়ন সমন্বিত গ্রামীণ উন্নয়ন কর্মসূচি (আইআরডিপি) স্বাস্থ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
জাকারিয়া জাকা জানান, বীরগঞ্জ ও কাহারোলে সর্বসাধারণের সেবার জন্য ২টি ইউনিয়ন সমন্বয়ে ১টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। গ্রামীণ উন্নয়নের লক্ষ্যে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গ্রামের মানুষ ও কৃষকের সুরক্ষায় এমন উদ্যোগ সফল হবে বলেও মন্তব্য করেন তিনি।
আমাদের স্মার্ট নাগরিক হতে হবে উল্লেখ করে এ সংসদ সদস্য বলেন, মাদককে নির্মূল করে সবাই মিলে সমাজকে পরিবর্তন করব। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
তিনি আরও বলেন, বীরগঞ্জ ও কাহারোলে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করছি। তাই সকল মানুষের অধিকার যেন ঠিক থাকে। আমাদের ধর্মের কোন ধর্মীয় বিভাজন যেন না থাকে। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন ঠিক থাকে, এটা আমাদের নিশ্চিত করতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব মো. নূরুল ইসলাম, রংপুর বিভাগীয় প্রকল্প পরিচালক মো. মোস্তফা কামাল রাসেল, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোঃ শাহিনুর ইসলাম (বাবু), কাহারোল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, কাহারোল উপজেলার জেলা পরিষদের সদস্য মোঃ আরমান সরকার, ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বাবুল, ৫নং সুজালপুর ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মাস্টার, ৪নং তারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. মনোয়ারুল ইসলাম, কাহারোল উপজেলার যুবলীগ নেতা মিলন প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available