নওগাঁ প্রতিনিধি: ১৫ বছর পেরিয়ে ১৬ বছরে পদার্পণ করলো অরাজনৈতিক, মানবিক ও বেসরকারী উন্নয়ন সংস্থা বন্ধু মিতালী ফাউন্ডেশন। এ উপলক্ষে সংস্থাটি তিন দিনব্যাপি স্বাধীনতার উৎসব ও প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। ৯ মার্চ শনিবার ছিল তিন দিনের শেষ দিন।
প্রথম দিন শহরের জগতসিংহপুর বন্ধু মিতালী ফাউন্ডেশনের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন সংস্থার চেয়ারম্যান মামুনুর রহমান ও নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন তনু।
দ্বিতীয় দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ চেম্বার অব কমার্সের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, সিআইপি।
সংস্থার নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন তনু বলেন, ২০০৯ সালে আর্থ-সামাজি উন্নয়ন, তৃণমূল মানুষের স্বাস্থ্য সেবা ও উন্নত জীবন গড়ার প্রত্যয় নিয়ে বন্ধু মিতালী ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার পর থেকেই সুনাম ও সততার সাথে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। গত ১৫ বছরে বন্ধু মিতালী ফাউন্ডেশন নওগাঁ, বগুড়া ও জয়পুরহাটে তিনটি জেলায় ৭৪টি শাখা প্রতিষ্ঠা করেছে। শাখাগুলোতে প্রায় দেড় হাজার কর্মকর্তা ও কর্মচারীর কাজ করেন এবং অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, পরিবর্তন ছাড়া অগ্রগতি অসম্ভব। এ কথা চিন্তা করে আমরা সেই পরিবর্তনের পথেই হাঁটছি। জনগণের সার্বিক জীবনযাত্রার মানোন্নয়নে সহযোগিতার মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল সমাজ প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available