স্টাফ রিপোর্টার, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামে আপন চাচার বিরুদ্ধে যুবলীগ নেতার ধানের আবাদি জমি লোহার গ্রিল দিয়ে জবরদখলের অভিযোগ পাওয়া গেছে। ৮ মার্চ শুক্রবার সকাল ৮টায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে শ্রীপুর উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ও ভাংনাহাটি গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে আতিকুর রহমান আশরাফ শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে একই গ্রামের মৃত আয়েশ আলীর ছেলে নুরুল ইসলাম মাস্টারসহ ৯ জনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, যুবলীগ নেতা আতিকুর রহমান আশরাফুলের (৪৩নং শ্রীপুর মৌজার এসএ ১৭৬৩, আরএস ৭৫৩৭নং দাগ) ১ একর ১ শতক ধানের আবাদি জমির সঠিক কাগজপত্রের তথ্য গোপন করে এবং ভুল ব্যাখ্যা দিয়ে তার আপন চাচা নুরুল ইসলাম মাস্টার শুক্রবার সকাল ৮টার দিকে দেশীয় অস্ত্রসস্ত্রে ভাড়াটে সন্ত্রাসী ও নির্মাণ সামগ্রী নিয়ে জবর দখলের চেষ্টা চালায়। এ সময় আশরাফুল ও তার পরিবারের লোকজন প্রতিবাদ করলে হত্যা, জখম ও থানা পুলিশের ভয় দেখিয়ে লোহার গ্রিলের বাউন্ডারি দিয়ে ওই জমি চাচার দখলে নেয়।
জমি দখল নেয়ার সময় আশরাফুলকে থানায় আটক করে রাখা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। পরে রাতে আশরাফুল বাদী হয়ে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে নুরুল ইসলাম মাস্টার জানান, আমার অংশের জমি সে বিক্রি করে দিয়েছে, তাই আমি তার অংশের সমপরিমাণ জমি দখলে নিয়েছি।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি শাহ জামান জানান, আশরাফুলকে থানায় আটকের অভিযোগ সঠিক নয়। তার চাচার ভাড়াটিয়াকে মারধর করে বের করে দেয়ায় জাতীয় জরুরি সেবা (৯৯৯) নাম্বার থেকে ফোন এসেছিল। সেজন্য দুপক্ষকে থানায় ডাকা হয়েছিল। তার অভিযোগও খতিয়ে দেখবো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available