পঞ্চগড় প্রতিনিধি: শ্রমিক ছাটাই, রমজানে ১ মাসের বেতনের সমপরিমাণ ঈদ বোনাস প্রদান, ঈদের ৭ দিন পূর্বেই বোনাস প্রদান এবং শ্রম আইন বাস্তবায়ন করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পঞ্চগড়ের হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিকরা।
১০ মার্চ রোববার দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পঞ্চগড় হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আইনুল হকসহ শ্রমিক নেতারা।
এসময় বক্তারা বলেন,পঞ্চগড় জেলায় প্রায় ১ হাজার ৮০০ শ্রমিক তাদের পরিবার পরিজন নিয়ে অনাহারে ও বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। যারা চাকরিতে নিয়োজিত, তাদের আসন্ন রমজানে আরেক দফা শ্রমিক ছাটাই করা হলে; এই শ্রমিকরা কোথায় যাবে?
তারা বলেন, রমজানের অজুহাতে বেতন ও উৎসব ভাতা প্রদান ব্যতিত শ্রমিক ছাটাই বন্ধ করতে হবে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। বাৎসরিক বোনাস দুই ঈদ ও পূজায় এক মাসের বেতনের সমপরিমাণ বোনাস দিতে হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available