• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৫:৩৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৫:৩৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

তালাবদ্ধ হাসাপাতালে সিজারিয়ান রোগী রেখে পালালো কর্তৃপক্ষ

১১ মার্চ ২০২৪ সকাল ০৮:২৮:২৩

তালাবদ্ধ হাসাপাতালে সিজারিয়ান রোগী রেখে পালালো কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার, সাভার: সাভারে অবৈধ হাসপাতালের অভিযানের কথা শুনে হাসপাতালের প্রধান ফটকে শীঘ্রই শুভ উদ্বোধন হবে ব্যানার ঝুলিয়ে তালা মেরে পালিয়ে যায় সোহেল স্কয়ার নামে একটি অনিবন্ধিত হাসপাতাল কর্তৃপক্ষ। অথচ ভিতরে সিজারিয়ান অপারেশন করা ৩ জন রোগী ভর্তি। খোঁজাখুজির একপর্যায়ে হাসপাতালের মালিকের স্ত্রীর সামনেই হাসপাতালটি সিলগালা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

১০ মার্চ রবিবার দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এ সময় আশুলিয়া পলাশবাড়ি এলাকার সোহেল স্কয়ার হাসপাতাল ও তালিব মেডিকেল হসপিটালে সিলগালা করে দেয় আভিযানিক দল ।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানায়, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা মোতাবেক অবৈধ হাসপাতলের বিরুদ্ধে চলমান অভিযানে সোহেল স্কয়ার হাসপাতালে গেলে দেখা যায়, বাইরে তালা দিয়ে সাইনবোর্ডে লেখা শ্রীঘ্রই শুভ উদ্বোধন। তালা ভেঙে ভিতরে ঢুকে সিজারিয়ান অপারেশন করা ৩ জন রোগী ভর্তিরত অবস্থায় পাওয়া যায়। অভিযানের কথা শুনে পালিয়ে যায় ডাক্তার, নার্সসহ পরিচালনা কর্তৃপক্ষ। হাসপাতালের মালিকের স্ত্রী আসলেও দেখাতে পারেননি কোন বৈধ কাগজপত্র। পরে হাসপাতাল সিলগালা করে দেয়া হয়। পরে এর পাশাপাশি তালিব মেডিকেল হসপিটালে অভিযান পরিচালনা করা হলে তারাও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সিলগালা করা হয়েছে।

এ বিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইদুল ইসলাম বলেন, সোহেল স্কয়ার হাসপাতাল ও তালিব মেডিকেল হাসপাতাল নামের দুইটি প্রতিষ্ঠান তাদের বৈধ কাগজ, ডাক্তার ও কর্মীদের সনদ দেখাতে ব্যর্থ হয়েছে। বিধায় তাদের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সাভারে কর্তব্যরত চিকিৎসকদের অবৈধ হাসপাতালে সেবা না দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। অবৈধ হাসপাতাল বন্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫