• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪০:০৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪০:০৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কাজিপুরে শিক্ষা প্রতিষ্ঠানে পুনর্মিলনীর নামে অশ্লীল নৃত্য, সমালোচনার ঝড়

১১ মার্চ ২০২৪ সকাল ১১:৫৪:১১

কাজিপুরে শিক্ষা প্রতিষ্ঠানে পুনর্মিলনীর নামে অশ্লীল নৃত্য, সমালোচনার ঝড়

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা বিবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনব্যাপী জমকালো অনুষ্ঠান শেষে রাতে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে পরিবেশন করা হয় একের পর এক অশ্লীল নৃত্য। এতে এলাকার বিভিন্ন স্তরের মানুষের মাঝে দেখা দিয়েছে চরম ক্ষোভ ও আলোচনা-সমেলোচনার ঝড়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করে নৃত্য করছেন আগত শিল্পীরা। সামাজিক এই অনুষ্ঠানে অশ্লীল নৃত্য দেখে প্রাক্তন অনেক শিক্ষার্থী, যারা পরিবার নিয়ে এসেছিলেন তাদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি করে।

বিদ্যালয়ের একাধিক প্রাক্তন শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ জানিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন।

শামছুল হক নামের এক শিক্ষার্থী জানান, ‘৩০ বছরের ওয়াজ মাহফিলের মঞ্চে পুনর্মিলনীর নামে অশ্লীল নৃত্য প্রদর্শন। পরিচ্ছন্ন আয়োজনের আভাস দিয়ে শুরু করলেও সবশেষে নোংরা, অসামাজিক নৃত্য দিয়ে আয়োজকরা আমন্ত্রিত অতিথি ও সিনিয়রদের চরম অপমান করেছেন। এই মিলন মেলায় একই পরিবারের বাবা, মা, ভাই, বোন নিয়ে অনেকেই উপস্থিত হয়েছিলেন। কিন্তু এসব দেখে লজ্জিত হয়ে বেরিয়ে গেছেন অনেকেই। সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে এসব বেহাপনার মানে কী, তা আমার বোধগম্য নয়।’

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, ‘অনুষ্ঠানের সর্ব বিষয়ে দায় দায়িত্বে ছিল এসএসসি-৮৫ ব্যাচের শিক্ষার্থীরা। বিশেষ করে ওই ব্যাচের আনোয়ারুল ইসলাম, বর্তমানে তিনি সম্ভবত বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব, তার মামা এনামুল এবং আফজাল হোসেন কলেজের কম্পিউটার শিক্ষক। আমরা স্কুল কর্তৃপক্ষ আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলাম। অশ্লীল নৃত্য বন্ধ করতে নিষেধ করে ছিলাম। বন্ধ না করায় ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলামকে রেখে আমি চলে যাই। এরকম অনুষ্ঠানের জন্য আমি খুবই লজ্জিত।’

কাজিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা দফতের একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান জানান, ‘চালিতাডাঙ্গা বিবিএন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানে শিক্ষা অফিসের কোনো কর্মকর্তাকে দাওয়াত করা হয়নি। অশ্লীল নৃত্য পরিবেশন দুঃখজনক। অনুষ্ঠানের বিষয়টি ম্যানেজিং কমিটির দেখভালের দায়িত্ব।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০