রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের অর্থয়ানে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
১১ মার্চ সোমবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও গরীব জেলেদের কর্মসংস্থানের জন্য বকনা বাছুর বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতর যৌথভাবে এই আয়োজনে করে।
ইউএনও সাইদা খানমের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম জেলেদের মাঝে ১৬টি বকনা বাছুর বিতরণ করেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়ালী উল্লাহ মোল্লাহর সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত সভায় উপজেলা চেয়ারম্যন, ইউএনও বর্তমান সরকারের বিভিন্ন সহায়তার বিষয়গুলো নিয়ে আলোকপাত করেন।
এ সময় প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত করিম, চারঘাট মডেল থানা অফিসার ইনচার্জ এসএম সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাছ, সরদহ ইউনিয়ন চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, অতিরিক্ত কৃষি কর্মকর্তা খন্দকার ফিরোজ আহমেদ, সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available