গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া পেয়ারা বাগান এলাকায় মাসুদ রানা নামে এক যুবকের হাতের কব্জি কুপিয়ে বিচ্ছিন্ন করার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।
১২ মার্চ মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান। এর আগে, ১১ মার্চ সোমবার দুপুরে রংপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো, রংপুরের পীরগঞ্জের বড় রসুল গ্রামের সুমন মিয়া (৩৪), একই জেলার মাহামুদপুর গ্রামের সোহেল রানা (২৫), মাদারীপুর জেলার কালকিনী থানার গোপালপুর গ্রামের আসাদ বেপারী ওরফে আসলাম (৩৪) ও গাজীপুর সিটি করপোরেশনের চান্দপাড়া (হক মার্কেট) এলাকার মো. ফজলু ওরফে তোতলা ফজলু (৩২)।
পুলিশ কর্মকর্তা শামসুর রহমান বলেন, গত ৯ মার্চ ভোরে ভোগড়া পেয়ারা বাগানের একটি ড্রেনের ওপর একজন কুপিয়ে হাত বিচ্ছিন্ন করা হয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মাসুদ রানাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই রাজিব মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে সোমবার দুপুরে রংপুর থেকে সুমন মিয়া, আসলাম, ফজলু ওরফে তোতলা ফজলু এবং গাজীপুর থেকে সোহেল রানাকে গ্রেফতার করে।
গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আরও জানান, পরোয়ানাভুক্ত আসামি সুমন মিয়া ও আসলামকে গ্রেফতারের জন্য বাসন থানা পুলিশকে সহায়তা করেন ভুক্তভোগী মাসুদ রানা। এর জের ধরে সোহেল রানার মাধ্যমে মাসুদ রানাকে বাসন থানার ভোগড়া পেয়ারা বাগান এলাকায় ডেকে নেওয়া হয়। সেখানে অভিযুক্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে মাথার বাম পাশ, দুই পা এবং বাম হাতের কজি বিচ্ছিন্ন করে ফেলে রেখে যায়। পরে আসামি সুমন মিয়ার স্বীকারোক্তিতে ড্রেনের ভেতর থেকে কোপানোর ঘটনায় ব্যবহৃত দুটি ধারালো দা উদ্ধার করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available