মানিকগঞ্জ প্রতিনিধি: রমজানে বাজার নিয়ন্ত্রণে মানিকগঞ্জের বিভিন্ন বাজারে অভিযান ও ভ্রাম্মমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন ও কৃষি বিপণন বিভাগ।
১২ মার্চ মঙ্গলবার বিকেলে জেলা কৃষি বিপণন বিভাগের উদ্যোগে এ অভিযান ও ভ্রাম্মমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুল রশীদ। অভিযানে তাকে সহযোগিতা করেন জেলা পুলিশের টিম।
জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. ফয়জুল ইসলাম জানান, কৃষি বিপণন আইন ২০১৮ এর আওতায় কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ সময় কৃষি বিপণন আইন অবহিতকরণ ও সরকার থেকে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করতে উপস্থিত ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়।
এছাড়া পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি রমজানে প্রয়োজনীয় পণ্যের দাম বেশি নেয়া হলে আইনের আওতায় আনা হবে বলেও সতর্ক করা হয়েছে। জনস্বার্থে বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available