• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৭:০২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৭:০২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ব্যবসা-বাণিজ্য

গাজীপুরে আম্বার খেজুর বিক্রি হচ্ছে ১৭০০ এবং জিহাদি ২৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে

১৩ মার্চ ২০২৪ সকাল ১০:০৮:১১

গাজীপুরে আম্বার খেজুর বিক্রি হচ্ছে ১৭০০ এবং জিহাদি ২৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর: শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। সারাদিন পানাহারে বিরত থেকে সিয়াম সাধনার পর ইফতারে খেজুর মুখে দেন প্রায় সব মুসল্লি। রোজাদাররা মনে করেন, এই ফল দিয়েই ইফতার করতেন মহানবী হযরত মুহাম্মদ (সা.) কাজেই ইফতারে ফলটি মুখে দেওয়া সুন্নত। সে কারণেই রমজান মাসে বাংলাদেশে খেজুরের চাহিদা অনেক বেড়ে যায়।

রমজান মাস উপলক্ষে দেশে প্রতিবছর মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে প্রচুর পরিমাণ খেজুর আমদানি করা হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। তবে দামটা অনন্য বারের থেকে অনেক বেশি। বিক্রেতাদের দাবি, ‘আমরা যেভাবে কিনেছি বিক্রি করছি ঠিক সেই হিসাবেই।’

১২ মার্চ মঙ্গলবার গাজীপুরের বিভিন্ন এলাকার বাজার ঘুরে দেখা যায়, সর্বোচ্চ দামে এক কেজি ১৭০০ টাকায় বিক্রি হচ্ছে আম্বার খেজুর। গাজীপুর যেহেতু শিল্পাঞ্চল, এখানাকার অধিকাংশ মানুষ বিভিন্ন শিল্পকারখানায় কাজ করেন। তাদের আয় স্বল্প। যার কারণে এসব খেটে খাওয়া মানুষ আয়ের সঙ্গে ব্যয়ের মিল রেখে খরচ করতে হয়। ফলে, এ জেলা রমজান উপলক্ষে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে কম দামের জিহাদি খেজুর। বাজারে এই খেজুর বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি দরে। অথচ গত রোজায় এই খেজুর বিক্রি হয়েছে ১৮০ টাকায়।

এছাড়াও, বাজারে লুলু খেজুর ১ কেজি ৪০০ টাকা, কালাস খেজুর ১ কেজি ৩৫০টাকা, মেডজল খেজুর ১ কেজি ১৫০০ টাকা, বরই খেজুর ১ কেজি ৬০০ টাকা, আজোয়া খেজুর ১ কেজি ১১০০ টাকা, মাবরুম খেজুর ১ কেজি ১৩০০ টাকা, ধাপাস খেজুর ১ কেজি ৭০০ টাকা, সুক্কারী খেজুর ১ কেজি ৬৫০ টাকা, কামরাঙা আজোয়া খেজুর ১ কেজি ৬০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

খেজুর কিনতে আসা মেজবাহ উদ্দিন বলেন, ‘খেজুরের দাম বেশি, তবুও কিনতে হচ্ছে। ইফতারে খেজুর না থাকলে অপূর্ণতা লাগে। এজন্য ২ কেজি খেজুর নিলাম ৮০০ টাকা দিয়ে। দেখতে কালো এই খেজুরের নাম দোকানদার বললেন লুলু।’

আক্তার হোসেন নামে এক দিনমজুর বলেন, ‘সবচেয়ে কমদামি খেজুর ২৮০ টাকা। এই দামেও কিনে খাওয়া আমাদের মতো গরিবের জন্য কষ্টকর। ভালো খেজুরের আশা করি না।’

বিক্রেতা ফখরুল বলেন, ‘এবার খেজুর বেশি দামে কিনতে হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই দাম একটু বেশি। দাম বেশি হলেও বিক্রিতে প্রভাব পড়েনি। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে জিহাদি খেজুর।’

এদিকে, বাজারে তরমুজ ৮০ টাকা কেজি, মুড়ি ৮০ টাকা কেজি, শসা ১০০ টাকা কেজি, ছোলা ১১০ টাকা কেজি, ধনে পাতা ২০ টাকা মুঠি, লেবুর কেজি ১২০ টাকা আর প্রতি হালি ৬০ থেকে ৭০ টাকাতে বিক্রি হতে দেখা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫