গবি প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) 'বায়ো ইনফরমেটিক্সের গুরুত্ব' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগ এবং বাংলাদেশ ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি যৌথভাবে এ আয়োজন করে।
১২ মার্চ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সভা কক্ষে বিএমবি বিভাগের সভাপতি ড. মো. ফুয়াদ হোসেনের সভাপতিত্বে এ আয়োজন সম্পন্ন হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, 'আমাদের দেশে আমরা ল্যাবের জিনিসপত্র কিনতে পারি কিন্তু পরিচালনা করতে পারি না। গবেষণার জিনিসপত্র ক্রয়ের আগে পরিচালনার কথা ভাবতে হবে। গণ বিশ্ববিদ্যালয় আগের তুলনায় গবেষণায় এগিয়ে যাচ্ছে। গবেষণার ক্ষেত্রে প্রশাসন সব সময় সহযোগিতা করতে প্রস্তুত।'
ডিন’স কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান গবেষণা সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'যারা বিভিন্ন বিভাগে গবেষণা এবং অন্যান্য বিষয়ে নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে বিভিন্ন বিভাগের মধ্যে যথাযথ সমম্বয় ব্যবস্থার দিকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা ফ্রিতে অনেক কিছু ব্যবহার করতে পারব। যে সকল জিনিস আমাদের নাই, সেগুলো ক্রয় করে রিসার্চ এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে বিশ্ববিদ্যালয় গবেষণার ক্ষেত্রে সুন্দর ভবিষ্যত গড়ে তুলবে।'
এ সময় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান আলোচক জেনেসিস ল্যাবরেটরিজের পরিচালক মো. মাহফুজুর রহমান ভূঁইয়া।
কর্মশালা শেষে 'বেসিক বায়োইনফরমেটিক্স' কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবু হারেজসহ বিভিন্ন বিভাগের সভাপতি, বিএমবি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available